Wednesday, September 16, 2015

ভাল্লাগে না দেয়াল ঘেরা আমার চারপাশ


এক কিশোরীর ডায়েরি থেকে তার একান্ত কিছু কথা জান যাক।

‘কী যে হয়েছে আমার, কিচ্ছু ভাল্লাগে না। মনে হয় চার দেয়ালের মাঝে আমি বন্দি।  সবসময় বড়দের শাসন, এটা করো না.. সেটা করো না। আগের মতো আমি এখন আর ঘর থেকে বাইরে বের হতে পারি না। বাইরে বের হওয়ার আগে বড়দের অনুমতি নিতে হয়। অনুমতি না চোখ রাঙিয়ে বলে.. অ্যাই ধেই ধেই করে ঘুরে বেড়ানো চলবে না, তুমি এখন বড় হয়েছো। ঠিক আছে বুঝলাম, আমি এখন বড় হয়েছি। সেদিন কী একটা ব্যাপার নিয়ে উনারা হাসাহাসি করছিলেন। ভাবলাম মজার কোনো কিছু। আমি এগিয়ে যেতেই সবাই গম্ভীর হয়ে গেল। আমার দিকে এমনভাবে তাকালো আমি না জানি কী অপরাধ করে ফেলেছি। ছোটখালামনি ধমক দিয়ে বললো, অ্যাই এখানে তোমার কী? দেখছো না বড়রা গল্প করছি। তুমি ছোট মানুষ আমাদের মাঝে কেন? যাও পড়তে বসো গিয়ে। কী বিপদ! একবার বলে তুমি বড় হয়েছো, আবার বলে, তুমি ছোট মানুষ। বুঝতে পারছি না, আমি আসলে কী? কিচ্ছু ভাল্লাগে না।’

ভাল্লাগে না

No comments:

Post a Comment