এই তো সেদিন তুমি আমারি হাত দরে খালি পায়ে কতোদুর হাটলে নদির কিনারা দিয়ে,
মন দিয়ে শুন ছিলে আমার আবেগি গায়োয়া গান গুলিকে।
সন্ধা হয়ে এলো আমি বলি কি যাবেনা বাড়িতে,
মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে বললে ছলোনা হারিয়ে যায় ঐ দূর নিলিমাতে।
একা বসে আছি এখনো ওই তোমার প্রিয় ছেনা নদির গাটে,
মনে কি পরে তোমার,
কতো মিষ্টি মধুর কথায় কেটে যেতো সময়,
আর তুমি বলতে হা দিলেতো দেরি করে মিষ্টি মিষ্টি কথা বলে,
হেসে উটে বলতাম আমি তোমায় নিয়ে এই ভাবে হাজার জনম যাবে কেটে।
কতো স্বপ্ন দেখেছি কতো কবিতা লিখেছি কতো গান করেছি,
তুমি আজ বুঝিয়ে দিলে,
জীবন,
ভালো বাসার মানে বুঝে না,
তাই তো তুমি আমায় একলা করে আছো আজ বহুদুরে।
কেন যে গেলে ছলে আমায় গেলেনা বলে।
যানতে পারলাম না আজও,
কি ভুল ছিলো গো আমার ভালো বাসাতে।
মন দিয়ে শুন ছিলে আমার আবেগি গায়োয়া গান গুলিকে।
সন্ধা হয়ে এলো আমি বলি কি যাবেনা বাড়িতে,
মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে বললে ছলোনা হারিয়ে যায় ঐ দূর নিলিমাতে।
একা বসে আছি এখনো ওই তোমার প্রিয় ছেনা নদির গাটে,
মনে কি পরে তোমার,
কতো মিষ্টি মধুর কথায় কেটে যেতো সময়,
আর তুমি বলতে হা দিলেতো দেরি করে মিষ্টি মিষ্টি কথা বলে,
হেসে উটে বলতাম আমি তোমায় নিয়ে এই ভাবে হাজার জনম যাবে কেটে।
কতো স্বপ্ন দেখেছি কতো কবিতা লিখেছি কতো গান করেছি,
তুমি আজ বুঝিয়ে দিলে,
জীবন,
ভালো বাসার মানে বুঝে না,
তাই তো তুমি আমায় একলা করে আছো আজ বহুদুরে।
কেন যে গেলে ছলে আমায় গেলেনা বলে।
যানতে পারলাম না আজও,
কি ভুল ছিলো গো আমার ভালো বাসাতে।
মনে কি পরে তোমার,
আমার মাথায় হাত রেখে বলতে তুমি যাবেনা তো ভুলে।
আমার মাথায় হাত রেখে বলতে তুমি যাবেনা তো ভুলে।
সেই তুমি আজ আমায় গেলে ভুলে।
কেমন করে ভুলে গেলে তুমি এই আমারে,
আমি আজও পারিনি ভুলিতে তোমারে।
কেমন করে ভুলে যাই বল তোমার কতো কথা সারাটা খন আমার কানে বাজে গানের কলি হয়ে,
জান'রে আজও ভুলিনাই তোমারে।
বুকের মাঝে মাথা রেখে আদোরি গলায় বলতে তুমি এই ভাবেই সারা জীবন তোমার বুকে থাকবো আমি।
ছুতে পারি না দরতে পারি না,
ভাবতে ভালই লাগে বুকের বেতর আজও আছ তুমি তাই তো ভুলতে পারিনি তোমায় আজও আমি।
তোমায় মনে পরে অনেক বেসি এখনো বেচেঁ আছি আমি একাকি।
No comments:
Post a Comment