Tuesday, September 15, 2015

বৃক্ষরোপণ করি

 পথের দুই পাশে বেশি বেশি ফুল ও ফল গাছ রোপণ করুন। ফুল গাছ পথিককে সুবাস দেবে; সৌন্দর্য দেবে, ভালোবাসা দেবে, আর ফল গাছ পথিককে ফল দেবে, ক্ষুধা মেটাবে, ভিটামিন দেবে।
পথের দুইপাশে ফুল ও ফল গাছের পাশাপাশি কিছু ঔষধি ও কাঠ গাছ লাগান। ঔষধি গাছ পথিককে ওষুধ দেবে, অক্সিজেন দেবে, জীবন বাঁচাবে আর কাঠ গাছ পথিককে ছায়া দেবে, কাঠ দেবে।
দেশ ও পৃথিবী এবং মহাবিশ্বের সব মানুষের কল্যাণে বৃক্ষ আমাদের হাওয়া বাতাস দেবে। তাই আসুন দেশব্যাপী আরও বেশি বেশি বৃক্ষরোপণ করি।


No comments:

Post a Comment