গোলগাল চেহারা। শারীরিক গঠন নায়িকাদের মতই। সুন্দরী। বয়স বড়জোড় ১৮ বা ১৯ হবে। লেখা পড়া তেমন করে নি। এক মেয়ের মা। পাশের থানা থেকে তাকে বিয়ে করিয়ে এনেছে আমার গ্রামেরই পাশের একটি বাড়িতে। একটা মটর সাইকেল,ব্যবসার জন্য ৫০ হাজার নগদ টাকা,ঘর সাঝিয়ে দেয়া এই হচ্ছে মেয়েটির সাথে আনা যৌতুক।মেয়েটির বাবা কিছু জমি বিক্রি করে মেয়ের বিয়ে এবং বিয়ে পরবর্তি এই খরচ গুলো মিটিয়েছেন। গতকাল কোন এক কারনে তাদের বাড়িতে গিয়েছিলাম। আমি মেয়েটিকে চিনিনা। সেও আমাকে চিনেনা। গ্রামের মেয়ে তো তাই অযথা সামনেও আসেনা। আমার খালা আম্মার মাধ্যমে জানলাম তার গল্পটি। চিন্তা করি,এত সুন্দর একটি মেয়ের বিয়েতেও যদি এই যৌতুক নামক শব্দটা এসে যায় তবে এই দেশ কোথায় যাচ্ছে? এই সময়ও কেনো যৌতুক দিবে বা নিবে? লজ্জা শরম কি নেই তাদের?কবে মুক্তি পাবে এই দেশ?
খোঁজ,নিয়ে দেখলাম আমার এলাকায় সর্বশেষ ১০ বিয়ের মধ্যে ৯টি বিয়েই হয়েছে যৌতুক দেয়া-নেয়া করে। আমরা বিন্দু পরিমান এগোতে পারিনি।
আমি যৌতুক নিয়ে কথা বলেছি কয়েক জনের সাথে। তারা এটা নিয়মের মতই মানে। ভাই বিয়ে করবে যৌতুক নিয়ে,আর বোনকে বিয়ে দিবে যৌতুক দিয়ে। বাহ কি সুন্দর সিস্টেম।
No comments:
Post a Comment