Friday, December 4, 2015

৫০তম জন্মদিনে আত্মজীবনী আনছেন সালমান


বয়সের দিক থেকে এ মাসেই হাফসেঞ্চুরি করবেন বলিউডের সুপারস্টার সালমান খান। আর এমন একটি বড় উপলক্ষ কি আর সাধারণভাবে কাটতে পারে? তাই তো হাফসেঞ্চুরিতে আত্মজীবনী বের করছেন সালমান। এর নাম রাখা হয়েছে ‘বিইং সালমান’। আগামী ২৭ ডিসেম্বর তাঁর ৫০তম জন্মদিনে এটি বাজরে আনছে ভারতের প্রকাশনা সংস্থা পেঙ্গুইন ইন্ডিয়া। এটাই সালমানের জীবন নিয়ে লেখা প্রথম কোনো গ্রন্থ। এতে তাঁর ব্যক্তিজীবন ও পরিবারের জানা-অজানা কথা থাকছে। বইটি লিখেছেন দিল্লির সাংবাদিক জসিম খান। পেঙ্গুইন ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, ‘কোনটা প্রকৃত সালমান? এখন যেখানে আছেন, কেনো তিনি এই পথে? সালমানের বংশ ও তাঁর ব্যক্তিগত চমকপ্রদ জানা-অজানা তথ্যাদির সংক্ষিপ্ত বিবরণ থাকবে। এর মাধ্যমে তাঁকে বোঝা সহজ হবে ভক্তদের জন্য।’ বইতে থাকবে বলিউডে ১৯৮৮ সালে তাঁর সম্পৃক্ততা, সুপারহিট ছবির নায়ক হয়ে ওঠা। বাদ যাবে না ব্যক্তিজীবন বিতর্ক। যেমন-গাড়ি চাপা দিয়ে অনিচ্ছকৃত হত্যা মামলা, কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ, একের পর এক প্রেমে জড়ানো, নতুন অভিনেত্রীদের পরামর্শদাতা হিসেবে কাজ করা ইত্যাদি। অন্যদিকে সুবিধাবঞ্চিতদের জন্য অলাভজনক দাতব্য সংস্থা বিইং হিউম্যান ফাউন্ডেশন গড়ে তোলা, টি-শার্ট ও অন্যান্য পণ্যসামগ্রী বিক্রি করে অর্থতহবিল সংগ্রহ করে দরিদ্রসেবা সবই থাকছে বইয়ে।

No comments:

Post a Comment