কিছু পাবার আশায় নয়,
তোমাকে ভালবাসি আমার মনের চাহিদায়,
আমার আমিকে হারাতে রাজি কিন্তু তোমাকে এক বিন্দুও নয়,
কোন আলোর আশায় নয়,
বরং তোমাকে পেলে পৃথিবীর সব অন্ধকারের বুকেই
আমি গড়তে রাজি আমার ভালবাসার সুখরাজ্য,
শত অভাবের মাঝে আমি কাটাতে পারি আমার এক একটি প্রহর,
কাটাতে পারি সারাটা রাত নির্ঘুম হয়ে,
তোমার ঘুম ঘুম মায়ামাখা মিষ্টি মুখটা দেখে দেখে
আমি কাটিয়ে দিতে পারি অন্তিম জীবন-মহাকাল,
যদি তুমি বল......তবু কি তুমি থাকবেনা,
ধরে রাখবেনা এই দু'টি হাত......??
তোমাকে ভালবাসি আমার মনের চাহিদায়,
আমার আমিকে হারাতে রাজি কিন্তু তোমাকে এক বিন্দুও নয়,
কোন আলোর আশায় নয়,
বরং তোমাকে পেলে পৃথিবীর সব অন্ধকারের বুকেই
আমি গড়তে রাজি আমার ভালবাসার সুখরাজ্য,
শত অভাবের মাঝে আমি কাটাতে পারি আমার এক একটি প্রহর,
কাটাতে পারি সারাটা রাত নির্ঘুম হয়ে,
তোমার ঘুম ঘুম মায়ামাখা মিষ্টি মুখটা দেখে দেখে
আমি কাটিয়ে দিতে পারি অন্তিম জীবন-মহাকাল,
যদি তুমি বল......তবু কি তুমি থাকবেনা,
ধরে রাখবেনা এই দু'টি হাত......??
No comments:
Post a Comment