Tuesday, December 8, 2015

স্বপ্ন

প্রতিটি মানুষই স্বপ্ন দেখে,
,,,,,,,,,,, কারো স্বপ্ন সত্যি হয়,
আবার কারো স্বপ্ন রাতের আঁধারে
,,,,,,,,,,,,,,, হারিয়ে যায়় দূর অজানায়,।
কিন্তু যখন স্বপ্নটা
,,,,,,,,, এমনি এমনি ভেঙ্গে যায়,
,,,,,,,,,,, তখন বেশি কষ্ট না পেলেও,
যখন খুব কাছের মানুষ
,,,,,,,,,,,, স্বপ্নটা ভেঙ্গে দেয়,
তখন নিজেকে শান্তনা দেওয়ার মতো
,,,,,,,,, কোন ভাষা খুজে পাওয়া যায় না,।

No comments:

Post a Comment