Thursday, October 22, 2015

প্রেম করে বিয়ে অতঃপর স্বামী- স্ত্রী মধ্যে কথোপকথনঃ


স্বামী – আতা গাছে তোতা পাখি ডালিম
গাছে মৌ, আগে জানলে আনতাম না এমন
জগড়াটে বউ।
স্ত্রী – নোটন নোটন পায়রা গুলি জুটন
বেঁধেছে আমাকে বিয়ে করতে তোমায় কে
বলেছে?
স্বামী – ঐ দেখা যায় তালগাছ ঐ আমাদের
গাঁ বিয়ের আগে লক্ষী মেয়ে, কিছুই চাইতো
না।
স্ত্রী – হাড়-কিপ্টা………।
স্বামী – আয় ছেলেরা আয় মেয়েরা ফুল
তুলিতে যাই বিয়ের পরে এখন শুধু করে যে
খাই খাই।
স্ত্রী – ছিপখান তিন দাঁড় তিন জন মাল্লা
কি আছে কপালে জানেন শুধু আল্লাহ।
স্বামী – ভোঁর হল দোর খুলো খুকুমনি
উঠোরে ভালো যদি না লাগে বাপের বাড়ী
ছোটরে।
স্ত্রী – আগডুম বাগডুম ঘড়াডুম সাঁজে আগে
বুঝি নাই তুমি এত বাজে।
স্বামী – আয় বৃষ্টি ঝেঁপে ধান দিবো মেপে
আর বেশি চিল্লাইলে ধরবো গলা চেপে।
স্ত্রী – আগে কি বলতে মনে আছে? পূরণ
করতে?? তোমার মনের সাধ আকাশ থেকে
আইনা দিমু চাঁদ এখন বাজার থেকে শাড়ি
আনাও বাদ। কে জানত আগে, তোমার
প্রেমে এত খাঁদ।
স্বামী – তোমার মনে নাই কি বলছ ???
সোনা চাইনা দানা চাইনা কোর্মা গুস্ত
খানা চাইনা ধন দৌলত এক আনা চাইনা শুধু
তোমাকে চাই, তোমাকে চাই
স্ত্রী – আমি কিছুই চাইনা শুধু শান্তি চাই
স্বামী – আমিও শান্তি চাই
.
হা..হা..হা…..
সবাই এ শান্তি চায়!!
তাহলে এই অবস্থা কেন

No comments:

Post a Comment