সেদিন বাসে করে মিরপুর যাচ্ছি ।
বাস চলছে আমি একদম পিছে বসে আছি।
হঠাত করে দেখলাম এক বৃদ্ধ দম্পতি উঠলো ।
স্বামী তার স্ত্রীর হাত ধরে তুলে দিল ।
একটা সিট ছিল সে না বসে মহিলাটাকে আদর করে বসাতে
বসাতে
বলল ,"আস্তে আস্তে বস" ।
মহিলাটা মোটামুটি শক্ত সামর্থ লোকটাই বরং বয়সের ভাড়ে
অনেকটা নুব্জ ।
কিছুক্ষণ যাওয়ার পর লোকটা পিছনে একটা সিটে বসল বসেও সে
স্বস্তি
পাচ্ছে না ,বার বার উঠে তাকিয়ে তার বউটাকে
দেখছে ঠিকভাবে আছে কিনা , বা কোন সমস্যা হলো কিনা।
একটু পর মহিলার পাশের সিট খালি হলো লোকটার মুখে কি হাসি
এখন বউ এর পাশে
গিয়ে বসতে পারবে ।
তারপর কত গুটুর গুটুর গল্প আর হাসি!!
আমি পিছনে বসে বুড়োবুড়ির ভালবাসা
দেখি আর মুচকি মুচকি হাসি।
একটা বৃদ্ধ লোক এত বছর একসাথে
থেকেও কত আদুরে গলায় কথা বলছে !
অথচ আমরা এখনকার ছেলেরা পাগল
হয়ে প্রেম শুরু করে আর দুদিন যেতে না যেতেই"
এই মেয়ে আর ভাল্লাগেনা , প্যারা দেয় ,
যাহ ব্রেকাপ" বলে নতুন কাউকে খুঁজি ,সেখানে
এক বুড়ো কত কত বছর একসাথে থাকার পরও
আকাশ সমান ভালবাসা নিয়ে বউকে আগলে রেখেছে ।
এ দৃশ্য হয়তো আমাদের পরের জেনারেশন কখনোই দেখবে না ।।
ভালো বাসা এমন ভাবেই থাকোক সবার জীবনে হাসি খুসি আর
একটু মিষ্টি আড্ডায় যাকনা কেটে বাকি জীবন টায়????????
বাস চলছে আমি একদম পিছে বসে আছি।
হঠাত করে দেখলাম এক বৃদ্ধ দম্পতি উঠলো ।
স্বামী তার স্ত্রীর হাত ধরে তুলে দিল ।
একটা সিট ছিল সে না বসে মহিলাটাকে আদর করে বসাতে
বসাতে
বলল ,"আস্তে আস্তে বস" ।
মহিলাটা মোটামুটি শক্ত সামর্থ লোকটাই বরং বয়সের ভাড়ে
অনেকটা নুব্জ ।
কিছুক্ষণ যাওয়ার পর লোকটা পিছনে একটা সিটে বসল বসেও সে
স্বস্তি
পাচ্ছে না ,বার বার উঠে তাকিয়ে তার বউটাকে
দেখছে ঠিকভাবে আছে কিনা , বা কোন সমস্যা হলো কিনা।
একটু পর মহিলার পাশের সিট খালি হলো লোকটার মুখে কি হাসি
এখন বউ এর পাশে
গিয়ে বসতে পারবে ।
তারপর কত গুটুর গুটুর গল্প আর হাসি!!
আমি পিছনে বসে বুড়োবুড়ির ভালবাসা
দেখি আর মুচকি মুচকি হাসি।
একটা বৃদ্ধ লোক এত বছর একসাথে
থেকেও কত আদুরে গলায় কথা বলছে !
অথচ আমরা এখনকার ছেলেরা পাগল
হয়ে প্রেম শুরু করে আর দুদিন যেতে না যেতেই"
এই মেয়ে আর ভাল্লাগেনা , প্যারা দেয় ,
যাহ ব্রেকাপ" বলে নতুন কাউকে খুঁজি ,সেখানে
এক বুড়ো কত কত বছর একসাথে থাকার পরও
আকাশ সমান ভালবাসা নিয়ে বউকে আগলে রেখেছে ।
এ দৃশ্য হয়তো আমাদের পরের জেনারেশন কখনোই দেখবে না ।।
ভালো বাসা এমন ভাবেই থাকোক সবার জীবনে হাসি খুসি আর
একটু মিষ্টি আড্ডায় যাকনা কেটে বাকি জীবন টায়????????
No comments:
Post a Comment