Sunday, September 13, 2015

ভালো বাসা

সেদিন বাসে  করে মিরপুর  যাচ্ছি ।

বাস চলছে আমি একদম পিছে বসে আছি।

হঠাত করে দেখলাম এক বৃদ্ধ দম্পতি উঠলো ।

স্বামী তার স্ত্রীর হাত ধরে তুলে দিল ।

একটা সিট ছিল  সে না বসে মহিলাটাকে আদর করে বসাতে 

বসাতে

বলল ,"আস্তে আস্তে বস" ।

মহিলাটা মোটামুটি শক্ত সামর্থ লোকটাই বরং বয়সের ভাড়ে

অনেকটা নুব্জ ।

কিছুক্ষণ যাওয়ার পর লোকটা পিছনে একটা সিটে বসল  বসেও সে 

স্বস্তি

পাচ্ছে না ,বার বার উঠে তাকিয়ে তার বউটাকে

দেখছে ঠিকভাবে আছে কিনা , বা কোন সমস্যা হলো কিনা।

একটু পর মহিলার পাশের সিট খালি হলো লোকটার মুখে কি হাসি 

 এখন বউ এর পাশে

গিয়ে বসতে পারবে ।
 তারপর কত গুটুর গুটুর গল্প আর হাসি!!

আমি পিছনে বসে বুড়োবুড়ির ভালবাসা

দেখি আর মুচকি মুচকি হাসি।

একটা বৃদ্ধ লোক এত বছর একসাথে 

থেকেও কত আদুরে গলায় কথা বলছে !

অথচ আমরা এখনকার ছেলেরা পাগল

হয়ে প্রেম শুরু করে আর দুদিন যেতে না যেতেই"

এই মেয়ে  আর ভাল্লাগেনা , প্যারা দেয় ,

যাহ ব্রেকাপ" বলে নতুন কাউকে খুঁজি ,সেখানে

এক বুড়ো কত কত বছর একসাথে থাকার পরও

আকাশ সমান ভালবাসা নিয়ে বউকে আগলে রেখেছে ।

এ দৃশ্য হয়তো আমাদের পরের জেনারেশন কখনোই দেখবে না ।। 

 ভালো  বাসা এমন ভাবেই থাকোক  সবার জীবনে হাসি খুসি আর 

একটু মিষ্টি আড্ডায় যাকনা কেটে বাকি জীবন টায়????????

No comments:

Post a Comment