বাবার বাড়ি এই গাঁয়ে
শশুর বাড়ি ঐ♥।।
তোমার বাড়ি কই গো নারী ♦
তোমার বাড়ি কই ♦
সারাজীবন ভাত রাধিঁলি পরের হাঁড়িতে
আপন ভেবে বাস করিলি পরের বাড়িতে
যেমন পরের ঘরে বেঁধে
বাস করে চঁড়ুই ♥।।।
তোমার বাড়ি কই ♦
তোমার বাড়ি কই গো নারী ♦
শিশুকাল আর শৈশব কাটে
বাবার আশ্রয়ে।।।
যৌবন কাটে বরের সাথে
শশুরালয়ে।।।
বৃদ্ধকালে আশ্রয় নাই আর
ছেলের সাথে রই
তোমার বাড়ি কই গো নারী ||||
তোমার বাড়ি কই ♥♥♥♥♥♥♥♥♥♥♥♦♦♦♦♠♠♠♠♠♠♠♠®
No comments:
Post a Comment